ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারটেকে শিবিরের মিছিল ও ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মাদারটেকে শিবিরের মিছিল ও ককটেল বিস্ফোরণ প্রতীকী

ঢাকা: রাজধানীর মাদারটেকে অবরোধ সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে শিবিরকর্মীরা। এ সময় মিছিল থেকে ২টি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা।



রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ বিক্ষোভ-মিছিলটি বের হয়।

প্রতক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ঢাকা মহানগর পূর্ব শাখার শিবির সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে মাদারটেক এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।

এতে আরও উপস্থিত ছিলেন, শিবিরের পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল কাদের প্রমুখ।

মিছিল শেষে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবির নেতাকর্মীরা। এছাড়া মিছিল থেকে ২টি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ আসার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।