ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ২০ দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



সিরাজগঞ্জে বাস টার্মিনাল থেকে কোনো আঞ্চলিক এবং দুরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে যাত্রীবাহী বাস চলাচল না করলেও বিশ্ব ইজতেমাগামী বাস চলাচল করেছে।

এদিকে, শহরের দোকানপাট বন্ধ রয়েছে ও স্কুল-কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

সড়ক-মহাসড়কগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করছে কম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কোথাও হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল ও সমাবেশ করতে দেখা যায়নি।

তবে হরতাল সফল করতে শনিবার রাতে সিরাজগঞ্জ শহরে ও এনায়েতপুরে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

অপরদিকে, হরতাল প্রতিহত করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষিপ্তভাবে পিকেটিং চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।