ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে কলেজে তালা, আ.লীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
লক্ষ্মীপুরে কলেজে তালা, আ.লীগ কার্যালয়ে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলম গ্রুপ লক্ষ্মীপুর সরকারি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।

পরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ঢাকা মহাসড়কের মাদাম এলাকায় সড়ক অবরোধ করে তারা।



রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে চৌধুরী মাহমুদ নবী সোহেলকে সভাপতি, আশরাফুল আলমকে সহ-সভাপতি, রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন শরিফকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক না করায় তিনি তার গ্রুপের নেতাকর্মী নিয়ে লক্ষ্মীপুর শহরে সশস্ত্র মহড়া দেয়। লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তালা দেয়। পরে মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, এক ঘণ্টা চেষ্টা করে দুইটি ইউনিট আ.লীগ কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সরকারি করেজ অধ্যক্ষ মো. সোলাইমান বাংলানিউজকে জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কলেজে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর এ কারণেই নিরাপত্তার জন্য কলেজ কর্তৃপক্ষ তালা দিয়েছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও নবগঠিত কমিটির সহ সভাপতি আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, কমিটিতে পরীক্ষিত নেতাদের বঞ্চিত করা হয়েছে। এটি যথাযথ হয়নি। তাই এই কমিটি বাতিলের দাবি জানাই। বাতিল না হওয়া পর্যন্ত অন্দোলন চলবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।