ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধেও সচল রাজশাহী-ঢাকার সড়ক যোগাযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
অবরোধেও সচল রাজশাহী-ঢাকার সড়ক যোগাযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির ডাকে রোববার ৬ষ্ঠ দিনের মত অবরোধ কর্মসূচি চলছে। তবে এ অবরোধের মধ্যেও সচল রয়েছে রাজশাহী-ঢাকা সড়ক যোগাযোগ ব্যবস্থা।

কেবল দূরপাল্লার বাসই নয় বর্তমানে চলাচল করছে আন্ত:জেলা রুটের যানবাহনও। এর আগে জনদুর্ভোগের কথা চিন্তা করে আইন-শঙ্খলা বাহিনীর সঙ্গে যানবাহন চালানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছান রাজশাহীর বাস মালিক ও পরিবহন নেতারা।  

রাজধানীর উদ্দেশে বাস ছাড়তে শুরু করলেও ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় রাজশাহী থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের বিশেষ পাহারায় যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো চলাচল করছে। একইভাবে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে কাঁচামালসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং ট্যাঙ্কলরি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, রোববার সকাল ৯টায়, দুপুর ১২টায় এবং বিকেলে ৩টায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় সড়ক পথে রাজধানী ঢাকার উদ্দেশে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ছাড়া হয়েছে। মহানগর এলাকা পার হওয়ার পর মহাসড়ক সংলগ্ন থানায় কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকায় নিরাপত্তা দিয়ে যানবাহনগুলোকে গন্তব্যের দিকে এগিয়ে দিচ্ছে। এছাড়াও বিজিবি সদস্যরা গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যানবাহনগুলোর সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে জানান তিনি।
 
বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাজশাহী থেকে বিশেষ পাহারায় বাস-ট্রাক ঢাকায় পাঠানো হয়। কিন্তু অবরোধের মধ্যেও রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাতে নির্বিঘেœ যানবাহন চলাচল করতে পারে, সেজন্য পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে স্থানীয় প্রশাসন। বৈঠকের পর রাজশাহী থেকে যানবাহন চলাচলে ঐক্যমতে পৌঁছান স্থানীয় প্রশাসন ও বাস মালিকরা।

এ নিয়ে শনিবার বিকেলে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস মালিক ছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, ফায়ার ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের ক্ষতিপূরণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রদানের আশ্বাসে বৈঠকে পরিবহন মালিকরা বাস-ট্রাক চালাতে সম্মত হন। সে অনুযায়ী রোববার থেকে প্রতিদিন চার দফায় যানবাহন ছেড়ে যাচ্ছে। আগে পিছে থাকছে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল। অপাতত এভাবেই যানবাহন স্বাভাবিক রাখা হয়েছে।

রাজশাহী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, তারা রাতের পরিবর্তে দিনের বেলা যানবাহন চলাচলের পক্ষে মত দিয়েছেন। তবে চাহিদা বিবেচনা করে শনিবার থেকে রাতেও ট্রাক চালাতে তারা সম্মত হয়েছেন। খাদ্য, সারের গাড়িকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

এদিকে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, টানা অবরোধে রাজশাহীর প্রায় ১০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। গাড়ির চাকা বন্ধ থাকলে তারা চরম সমস্যার মধ্যে পড়েন। এছাড়া রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সে কারণে দূরপাল্লা ও আন্ত:জেলা রুটে বাস চালানো হচ্ছে।

** অবরোধে যান চলাচল স্বাভাবিক

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।