ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা জামানকে হত্যার হুমকিতে নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা জামানকে হত্যার হুমকিতে নিন্দা

সিলেট: স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানকে হত্যার হুমকির প্রতিবাদে নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর।
 
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকার কারণে অ্যাডভোকেট জামানকে হয়রানি করছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ের লোকজন।



তারা অ্যাডভোকেট জামানের স্বজন, প্রতিবেশী এমনকি বৃদ্ধ মাকেও টেলিফোনে তার ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এমন হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এরা আদৌ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি সরকারের বিশেষ কোন বাহিনী?

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতাই নয় উল্লেখ করে নেতারা বলেন, তিনি সিলেট জেলা বারের আইনজীবী, সিলেটের একটি স্বনামধন্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং চতুরঙ্গ যুব সংঘের সাবেক সভাপতি।

বিজ্ঞপ্তিতে নেতারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানি করলে সিলেট বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কঠোর আন্দোলনের ডাক দেবে।

বিবৃতিদাতারা হলেন-মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল ওয়াছেহ চৌধুরী জুবের, অধ্যাপক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, আবদুল ওয়াহিদ সোহেল, আবদুস সহিদ, মওদুদুল হক মওদুদ ও অ্যাডভোকেট খালেদ জোবায়ের আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।