ঢাকা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পথে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে বিকাল ৫টায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মনি। তার সঙ্গে ছিলেন সংরক্ষিত আসনের আরেক সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও যুব নেত্রী নাদিয়া পাঠান পাপন।
মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে দেশবাসীর পাশাপাশি খালেদা জিয়াও ক্ষুব্ধ। ’
খালেদা জিয়া কবে কার্যালয় থেকে বের হবেন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ বিষয়ে আমাদের কাছে কিছু বলেননি।
তবে খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ‘২০১৫ গণতন্ত্র পুনরুদ্ধারের বছর। সরকার যাই বলুক না কেন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবেই। খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের প্রতি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ’
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫