ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

যুগ্ম মহাসচিব শাহাজহানকে আটক করায় রিজভীর নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জানুয়ারি ১২, ২০১৫
যুগ্ম মহাসচিব শাহাজহানকে আটক করায় রিজভীর নিন্দা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: যুগ্ম মহাসচিব শাহজাহানসহ বিএনপির তিন জনকে আটক করার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ‍

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কয়েকটি গণমাধ্যমকে টেলিফোনে এ প্রতিবাদ জানান।



তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক হীণ হয়ে জোর করে ক্ষমতায় থাক‍ার জন্য জনগণের সরকার কোনো মামলা না থাকা সেত্বেও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী।  

রিজভী বলেন, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছেন। এজন্য প্রধানমন্ত্রী যা বলছেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেন রিজভী আহমেদ।

প্রসঙ্গত সোমবার সকালে গুলশান থেকে যুগ্ম মহাসচিব শাহজাহানসহ ‍তার সঙ্গে থাকা অন্য ২ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।