ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় মঙ্গলবার হরতালের সমর্থনে ধর্মপাশায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা বিএনপি’র দু’টি গ্র“প পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে।



এদিকে, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব খানের নেতৃত্বে উপজেলা বিএনপি’র একাংশ শহরের পূর্ববাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ববাজারে ফিরে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেরা বিএনপি’র আহ্বায়ক মোতালেব খান, বিএনপি নেতা লিয়াকত আলী, ডা. নূরুল আমিন, যুবদল নেতা মাহবুব আলম হাদিস, শওকত আলী বেপারী, ছাত্রদল নেতা ফারুক, ইকবাল ও হাফিজ প্রমুখ।

অপরদিকে, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা.রফিক চৌধুরীর নেতৃত্বে একই দাবিতে শহরের খলেক ম্যানশন থেকে ধর্মপাশায় উপজেলা বিএনপি’র অপরাংশ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় খলেক ম্যানশনে এসে সমাবেশে মিলত হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরী, উপজেরা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, মজিবুর রহমান মজুমদার, আব্দুল মতিন মির্জা, জেলা যুবদল সদস্য মোহাম্মদ আলী, যুবদল নেতা আব্দুল হেকিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।