ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

ঢাকা: বঙ্গবন্ধু‍র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।



বিবৃতিতে নেতারা বলেন, ঢাকায় যখন সভা-সমাবেশ নিষিদ্ধ, ঠিক তখন ‘আজ্ঞাবহ’ ডিএমপিকে দিয়ে সমাবেশের ঠিক আগ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে আওয়ামী লীগ সমাবেশ করায় আবারও প্রমাণিত হল, এ দেশে এখন গণতন্ত্র নেই। সমাবেশে শেখ হাসিনা মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতারা বলেন, দেশের এই দু:সময়ে জাতি যখন শেখ হাসিনার কাছ থেকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে করণীয় সম্পর্কে জানতে ও শুনতে চায়, তখন তিনি আশার বাণী না শুনিয়ে জাতিকে আবারো আশাহত করেছেন।

তারা বলেন, তার এ বক্তব্য এ দেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে এবং চলমান অবরোধ কর্মসূচিকে আরো বেগবান করবে।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী  উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।