ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতাল সমর্থনে ময়মনসিংহ জেলা বিএনপির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, জানুয়ারি ১২, ২০১৫
হরতাল সমর্থনে ময়মনসিংহ জেলা বিএনপির মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখাসহ বিভিন্ন দাবিতে ডাকা দক্ষিণ জেলা বিএনপির হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।



মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হেকিম মণ্ডল, মোখলেছুর রহমান, আব্দুস সালাম তালুকদার, আব্দুল মালেক, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান, আসাদুল হক মণ্ডল, ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ, আজাহারুল, স্বপন, রকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।