ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় প্রভাব নেই হরতালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বগুড়ায় প্রভাব নেই হরতালের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল চলাকালে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত শহরে হরতালের কোনো প্রভাব পড়তে দেখা যায় নি।

সকালের দিকে মূল শহরের বাইরে ছোট আকারে কয়েকটি মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে হরতালকারীরা।

আর আগের মতোই এ দিন সকাল থেকে শহরের জিরো পয়েন্ট সাতমাথা ও এর আশপাশের এলাকায় দৃঢ় অবস্থান নেয় আওয়ামী লীগ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে শহরের খান্দার, সাবগ্রাম বাইপাস, গোকুল, উপশহর ও চারমাথা মাটিডালীসহ কয়েকটি স্থানে ছোট ছোট মিছিল করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে হরতালকারীরা। কিন্তু পুলিশি তৎপরতায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নি তারা।

এ সময় নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সদর উপজেলার গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিনকে।

এ দিন শহরের ভেতরে আগের দিনের চেয়ে বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। অধিকাংশ দোকানপাট ছিল খোলা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য কিছুটা বেড়েছে। আদালতসহ অন্যান্য সরকারি দফতরগুলোতেও স্বাভাবিক কর্মকাণ্ড হয়েছে। তবে ট্রেনের সময়সূচিতে বেশ খানিকটা পরিবর্তন এসেছে।    

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, জেলার কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।