ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বুধবার থেকে ২৪ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নোয়াখালীতে বুধবার থেকে ২৪ ঘণ্টার হরতাল ছবি : প্রতীকী

নোয়াখালী: নোয়াখালী জেলায় বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান হরতালের বিষয়টি বংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ নোয়াখালী জেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের ডাক দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।