ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

মৌলভীবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জানুয়ারি ১৯, ২০১৫
মৌলভীবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ১০ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাত থেকে সোমবার (১৯ জানুয়ারি) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- কাইয়ুম মিয়া (২২), মশাহিদ আহমদ (২৬), আব্দুল আহাদ (৩০), নাসির উদ্দিন (২৮), সাইফুর রহমান (২৯), আব্দুল ওয়াহিদ (৩৫), ওয়াহিদ আলী (৩০), নাজমুল ইসলাম (২৯), অসক দাস (৩৩) ও মশউদ চৌধুরী (৩৩)। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।