ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ফরিদপুরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, জানুয়ারি ১৯, ২০১৫
ফরিদপুরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: তিন দফা দাবিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) ফরিদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের ঝিলটুলী এলাকার একটি বাড়িতে কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে তাদের সামনে সকাল-সন্ধ্যা হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি জহিরল হক শাহজাদা মিয়া।



এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আজম খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা উপস্থিত ছিলেন। পরে মোবাইল ফোনে হরতাল আহবানের বিষয়টি নিশ্চিত করে ইছা বলেন, জেলা বিএনপির সভাপতি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি সর্বাত্মকভাবে এ হরতাল কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।

যে তিন দফা দাবিতে হরতাল আহবান করা হয়েছে সেগুলো হলো, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তি, বিএনপির দেওয়া সাত দফা দাবি বাস্তবায়ন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।