লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অবরোধে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।
এসময় যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকসহ ১২টি যানবাহন ভাঙচুর করে তারা।
সোমবার (১৯ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে সদর উপজেলার বেঁড়ির মাথায় ৩টি ব্যাটারি চালিত অটোরিকশা, বাসটার্মিনালে ১টি, হাজিরপাড়ায় ২টি সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর লরেন্স বাজারে সিমেন্ট বোঝাই ট্রাক, হাফিজিয়া মাদ্রাসা এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা। এছাড়াও হাজিরহাট ফোরকানিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে।
এর আগে সকালে লক্ষ্মীপুর জেলা শহরের কলেজ রোড এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় ইটেরপোল এলাকায়ও ঝটিকা মিছিল করে অবরোধকারীরা।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় চন্দ্রগঞ্জ থানা জামায়াত নেতা জাকির হোসেনসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫