ঢাকা: মানুষের ভোটাধিকার, নিরাপত্তা ও সার্বিকভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলছে বলে জানিয়েছেন স্বেচ্ছায় আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।
৫ জানুয়ারি নির্বাচনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও জেলে ঢুকিয়ে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ একটি অবৈধ ও বিতর্কিত সরকারের পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ৫ জানুয়ারি তামাশার নির্বাচনের পর ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের নেতারা বলেছিলেন, এই নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু তারা তাদের কথাও রাখেনি। তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে নির্বিকারে মানুষ খুন, গুম ও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছে।
সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, এখনো বোধোদয় না হলে যে কোনো মুহুর্তে খাদে পড়ে যাবেন। এদেশের অনেক রক্তস্রোতে স্নাত জনগণ বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫