ঢাকা: বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বাসায় হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে রুহুল কবির রিজভী আহমেদের বাসায় ডিবি পুলিশের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলায় চালায়। সে সময় রিজভী আহমেদ বাসায় ছিলেন না। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিজভী আহমেদের স্ত্রী’র সঙ্গে অশালীন আচরণ এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া বাসার আসবাবপত্র ভাঙচুর করেন।
বিবৃতিতে বলা হয়, ভবনের মালিককে নির্যাতন করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, এ ধরনের হামলা ও নির্যাতন স্বেচ্ছাচারিতা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এছাড়া অবিলম্বে ভবন মালিকের মুক্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৫