ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালাইয়ে ২০ দলের ১৭৫ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কালাইয়ে ২০ দলের ১৭৫ নেতাকর্মীর নামে মামলা

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাটে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্র্মীদের সংঘর্ষের ঘটনায় ২০ দলীয় জোটের ১৭৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

সোমবার দুপুরে কালাইয়ের জিন্দারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।

তিনি জানান, মামলায় বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও জোটের অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। এদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এরআগে রোববার সন্ধ্যায় ২০ দলীয় জোটের ডাকা হরতালের বিরুদ্ধে মোলাম গাড়ী হাটে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। ২০ দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করলে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।