ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে জামায়াতের ‍বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জানুয়ারি ১৯, ২০১৫
অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে জামায়াতের ‍বিবৃতি

ঢাকা: ২০ দলীয় জোটের ঘোষিত দেশব্যাপী চলমান মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রেখে সরকারের পতন ঘটানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান এ আহ্বান জানান।



বিবৃতিতে ২০ দলীয় জোটের চলমান কর্মসূচিতে জনসম্পৃক্ততার কারণে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে দাবি করে বলা হয়, আন্দোলনের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।

জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।