ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দাগনভূঞায় অস্ত্রসহ আটক ছাত্রলীগ কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
দাগনভূঞায় অস্ত্রসহ আটক ছাত্রলীগ কর্মী কারাগারে

ফেনী: ফেনীর দাগনভূঞায় জানে আলম রাজু (২৫) নামে অস্ত্রসহ আটক ছাত্রলীগ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে  পাঠানো হয়।


 
এরআগে রোববার ‍রাতে পৌর শহরের ফাজিলের ঘাট রোড থেকে তাকে এলজিসহ আটক করা হয়। পরে রাতেই তার বিরুদ্ধে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) পায়েল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।

ছাত্রলীগ কর্মী ‍রাজু পৌর শহরের উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের আসিফ দাবি করেছেন, রাজু ছাত্রলীগের কেউ নয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।