ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে শান্তিপ‍ূর্ণভাবে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।



সোমবারের হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব ধরনের দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল ঝিল স্বাভাবিক। শহরে চলাচল করছে কিছুসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা।

এদিকে, হরতাল সফল করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জেলাবাসীকে ধন্যবাদ জানান।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদ্দুজামান লাল, অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরর্দার, যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবীব, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, প্রচার সম্পাদক রকিবুল হাসান ফারুক, পৌর বিএনপিন সাধারণ সম্পাদক চৌধুরী আহসানূল করিম হিটু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু, জেলা তরুণ দলের সভাপতি অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রোমান, ভিপি আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।