ঢাকা: স্বাধীনতার ঘোষক জিয়ার মাজারে ঢুকতে বাধা দেওয়া গণতন্ত্র হত্যার নিদর্শন হয়ে থাকবে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেছেন।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।
রাজিব আহসান ও আকরামুল হাসান বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৫ জানুয়ারি যে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চেয়েছিলেন, তা এখন ৫ জানুয়ারি পরবর্তী প্রতিটি দিনেই পালন করার সময় চলে এসেছে।
তারা বলেন, যে স্বৈরাচারী সরকার স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে ঢুকতে বাধা দেয়, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
তারা অভিযোগ করে বলেন, পুরো দেশকে এই অবৈধ সরকার একটি কারাগারে পরিণত করেছে। কিন্তু তারপরও গণতন্ত্রকামী শক্তিকে তারা দাবিয়ে রাখতে পারেনি এবং পারবেও না। খুব শিগগিরই জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।
জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের শ্রদ্ধার্ঘ্য বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরা আক্তার রিক্তা, সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, সহসাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী সাবিনা ইয়াছমিন, তিতুমীর কলেজ নেত্রী তানিশা চৌধুরী নাতাশা শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার মাজারে ফুল দেন।
তারা অভিযোগ করেন, বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে ১৮ জানুয়ারি সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্নাসহ সারাদেশে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আরেকটি বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় দলীয় নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।
চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য সব নেতাকর্মীর সর্বাত্মক অংশগ্রহণেরও নির্দেশ দেন তারা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫