ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

পটকা মেরে আতঙ্ক ছড়ানোয় ছাত্রলীগের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, জানুয়ারি ১৯, ২০১৫
পটকা মেরে আতঙ্ক ছড়ানোয় ছাত্রলীগের ২ কর্মী আটক ছবি : প্রতীকী

কুমিল্লা: কুমিল্লা রেলস্টেশনের ২নং প্লাটফর্মে পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ‍আটক করে রেলওয়ে পুলিশ।



আটকরা হলেন, নগরীর বাগিচাগাঁও এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে নাছির (১৯) ও একই এলাকার বাসিন্দা শিপন (২০)।   এদের মধ্যে নাছির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
 
রেলস্টেশনের দোকানিরা জানান, বিকেলে স্টেশনের ২নং প্লাটফর্মে ছাত্রলীগ কর্মী শিপন ও নাছির ভারতীয় পটকা ফুটায়।
পটকার বিকট শব্দে যাত্রীরা ককটেল বিস্ফোরণের কথা বলে আতঙ্কে দিক-বিদিক ছোটাছুটি শুরু করে। পরে রেলওয়ে পুলিশ ওই দুইজনকে আটক করে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে বলেন, আটক দুই যুবকের রাজনৈতিক পরিচয় জানি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, আটক দুই কর্মীকে ছাড়িয়ে নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতারা তদবির শুরু করেছেন বলে জানায় স্থানীয় সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল বাংলানিউজকে বলেন, আমার জানামতে তারা আমাদের কর্মী নয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।