ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জানুয়ারি ১৯, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

ময়মনসিংহ: ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় তারা মিছিল থেকে আট থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।



সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের আতঙ্কে এসময় শিক্ষার্থীদের উৎকণ্ঠা নিয়ে ছুটোছুটি করতে দেখা যায়।

সূত্র জানায়, এদিন রাতে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ছাত্রদল সভাপতি শাহাবুল আলম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে বাঁশ ও লাঠিসোটা নিয়ে মশাল মিছিল বের হয়।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় দফায় দফায় আট থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।