ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেনীতে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জানুয়ারি ২০, ২০১৫
ফেনীতে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

ফেনী: হরতালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ও সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ফেনী জেলা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সহকারী উপপরিদর্শক(এএসআই) বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই শহরের এসএসকে সড়কের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। দুপুরের দিকে ট্রাংক রোডে ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত না হলে পরে পুলিশ তা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।