সিরাজগঞ্জ: অবরোধ চলাকালে সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এলাকায় একটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা।
নাশকতার অভিযোগে পুলিশ ২০ দলীয় জোটের ৫ কর্মীকে আটক করেছে।
এদিকে, অবরোধের মধ্যেও সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে সীমিত আকারে বাস চলাচল করছে। দূরপাল্লার বাস ছেড়ে যায়নি সিরাজগঞ্জ থেকে।
বালিবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। আদালতে মানুষের উপস্থিতি কমে গেছে।
সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ রুটে ২/১টি বাস চলাচল করছে। অবরোধের কারণে যাত্রীদের উপস্থিতিও অনেক কম। দূরপাল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কায় বাস মালিকরা ঝুঁকি নিতে চাচ্ছেন না।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫