ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করতে পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজমীরী ডিপার্টমেন্টাল স্টল উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যমান রাজনৈতিক সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন, সমস্যার সমাধানে কি করবেন তা দুই দলের নেতারা জানেন। তারা তো জনগণের জন্য রাজনীতি করছে না। ক্ষমতায়নের রাজনীতি করছে। বর্তমানে মানুষের শান্তি ফিরিয়ে আনতে পরিবর্তন দরকার।
পরে তিনি আজমীরী প্যাভেলিয়নের চাদরের স্টলসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রতিবছর মেলার আলহাজ সাইদুর রহমানের (সায়েদাবাদী হুজুর) আজমীরী ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন করেন এরশাদ। সেই ধারাবাহিকতায় এবারও তিনি স্টলটি উদ্বোধনে মেলায় আসেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫