ঢাকা: বিশ্বের অন্য দেশের মতো নাশকতাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরফিন সিদ্দিক।
তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে দেশে শান্তি বিরাজ করবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ মন্তব্য করেন।
পুড়িয়ে নিরীহ মানুষ হত্যাকারী, রাষ্ট্রীয় ও জনসাধারণের সম্পদে অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
আরেফিন সিদ্দিক বলেন, একটি স্বাধীন-গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আন্দোলন হবে সংগ্রাম হবে এটি স্বাভাবিক ও প্রত্যাশিত। কিন্তু যারা দেশে হত্যা, ধর্ষণ, গাড়ি পোড়ানো, নাশকতা ইত্যাদির সঙ্গে জড়িত তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, যারা রাজপথসহ বিভিন্ন স্থানে নাশকতা করছে অন্যান্য দেশের ন্যায় তাদেরকে ধরে তাৎক্ষণিক ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। অপরাধীদের শাস্তির আওতায় না আনতে পারলে অপরাধের মাত্রা বেড়েই চলবে। তাই তাদের শাস্তির আওতায় আনতে হবে।
মানব বন্ধনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আসলান বলেন, দেশে বর্তমানে যত খুন হচ্ছে এসবের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
তিনি বলেন, সরকারের উচিৎ খালেদার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব মোতাহার হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫