ঢাকা: চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা বন্ধে বিএনপির সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না বলেও জানান তারা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলীতে বিএনপির অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের ডাকা সমাবেশে ক্ষমতাসীন জোটের নেতারা এসব কথা বলেন।
বিএনপিকে খুনী দল হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খুনিদের সঙ্গে আওয়ামী লীগ, ১৪ দল ও শেখ হাসিনার কোনো সংলাপ হতে পারে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন, কোনো সংলাপ হবে না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ১৬ দিন আগে অবরোধের ডাক দিয়ে অফিসে বসে ছিলেন। আপনার ডাকে কোনো নেতাকর্মী বেরিয়ে আসেনি।
খালেদা জিয়াকে সহিংসতার পথ থেকে সরে আসারও আহ্বান জানিয়ে নাসিম বলেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে যান। নাটক করে কোনো লাভ হবে না।
বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়ার কালো হাত ভেঙ্গে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন ১৪ দলের এ শীর্ষ নেতা।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে নাসিম বলেন, বাটি চালান দিয়ে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। তাদের দিয়ে কি আন্দোলন হবে।
১৪ দলের নেতৃত্বে পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান জানান নাসিম।
আগামী ১০ দিন ১৪ দল সারাদেশে শান্তি মিছিল করবে বলেও জানান নাসিম।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, শর্ত দিয়ে কোনো সংলাপ হয় না। আর নির্বাচনের তো প্রশ্নই আসে না। সংলাপ ও আলোচনা চাইলে বিএনপিকে জামায়াত ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়তে হবে।
দেশ, গণতন্ত্র ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মেনন।
বিএনপির অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, যে হাতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হবে সে হাত ভেঙ্গে দিতে হবে।
চলমান সহিংসতার দায় দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে মন্তব্য করে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার গ্রেফতার দাবি করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শেষে অবরোধ ও সহিংসতার প্রতিবাদে শান্তি মিছিল করে ১৪ দল।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ১৮৪৫ ঘণ্টা.