গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন শিবির সভাপতি আইনুল হকসহ (২৫) ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিয়া ফতেপুর গ্রাম থেকে আইনুলকে আটক করা হয়।
আইনুল হক উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিয়া ফতেপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
আটক অপর দু’জন হলো, দরবস্ত ইউনিয়নের নয়পাড়া গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে শিবির কর্মী লাভলু (২৩) ও জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বনিজ মিয়ার ছেলে আল আমিন (২৩)।
এর মধ্যে লাভলুকে বিকেলে তার গ্রাম থেকে ও আল আমিনকে কোমরপুর বাজার থেকে একই সময় আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ জানুয়ারি রাত ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় যে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫