ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন: মওদুদ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন: মওদুদ ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা: ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

ক্রসফায়ারে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির তিলপাড়ার বাসায় তার মরদেহ দেখতে দিয়ে তিনি এসব কথা বলেন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিহত জনির বাসায় যান ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ বলেন, এভাবে মানুষকে নির্বিচারে হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্র বন্ধ করা যাবে না। অভিলম্বে জনগণের দাবি ফিরিয়ে দেওয়ার জন্য সুষ্ঠু সংলাপের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ারও আহ্বান জানান মওদুদ।

জনির মৃতদেহ দেখতে তার ‍বাসায় যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) লে, জেনারেল মাহবুবুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির নেতাকর্মীসহ প্রতিবেশিরা।

নিহতের বাবা ইয়াকুব আলী বাংলানিউজকে বলেন, সোমবার (১৯ জানুয়ারি) সকালে ছোট ভাই মনিরুজ্জামানকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান নুরুজ্জামান জনি। সেখান থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে (নূরুজ্জামান জনি) ধরে নিয়ে যায়।

তার বাবা বলেন, সোমবার দিনগত রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও জোড়াপুকুর ম‍াঠে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন নূরুজ্জামান জনি। পরে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৪টার কিছুক্ষণ আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

** খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় শনাক্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।