ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সিলেটে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৬ ছবি: প্রতীকী

সিলেট: অবরোধে সমর্থন জানিয়ে সিলেটে ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করেছে জামায়াত-শিবির। এ সময় মিছিলকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করে রাস্তা অবরোধ করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের অবরোধ ও বুধবার সিলেটে হরতালের সমর্থনে নগরীর বন্দরবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা জেলরোড এলাকা দিয়ে পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলকারী সন্দেহে ৬ জনকে আটক করে।

এদিকে, অভিযানকালে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের ফটক বন্ধ করে দেয় পুলিশ। এতে ব্যবসা বিঘ্নিত হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। তারা পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে অন্তত ৬/৭ জনকে আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিক তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।