ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বুধবার পুঠিয়ায় অর্ধদিবস হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বুধবার পুঠিয়ায় অর্ধদিবস হরতাল

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বুধবার (২১ জানুয়ারি) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।



মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভায় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন, বিএনপির স্থানীয় নেতারা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবহান সরকার, সাধারণ সম্পাদক মনসুর রহমান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পুঠিয়া যুবদলের সভাপতি জুলফিকার আলী ভুট্টুসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।