ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
যশোরে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল হুদাসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মৃধা বাদী হয়ে এ মামলা করেন।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নাশকতা পরিকল্পনার উদ্দেশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মী বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরের লাল দীঘি পাড়ে এসে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে যশোর জেলা বিএনপি সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।