রংপুর: অবরোধ-হরতালের নামে যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা চালাবে তাদের আটক করে হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা ও দেশব্যাপী নাশকতার বিরুদ্ধে শান্তি সমাবেশে এ নির্দেশ দেন তিনি।
সমাবেশে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে শান্তি কমিটি গঠন করে নাশকতাকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
সরফুদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের নামে কেউ জনগণের শান্তি নষ্ট করবে তা হতে দেওয়া যাবে না। রংপুরের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে।
তিনি আরও বলেন, রংপুরে সন্ত্রাসী, বোমাবাজ আর নাশকতাকারীদের স্থান নেই।
নগরীর ৩৩টি ওয়ার্ডে দ্রুত শান্তি কমিটি গঠনের নির্দেশ দেন মেয়র।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, কাউন্সিলর ইদ্রিস আলীসহ আরো অনেকে।
এর আগে সিটি করপোরেশন কার্যালয় থেকে সাদা পতাকা নিয়ে একটি শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন অংশ নেয়।
১৩ জানুয়ারি রাতে রংপুরের মিঠাপুকুরের বাতাসন গ্রামে বাসে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৬ জন মারা যায়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫