বগুড়া: এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরণে অতিরিক্ত ফি আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুরে(২০ জানুয়ারী) বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মন, ছাত্রফ্রন্ট নেতা ওসমান গনি মুন, সনিতাসহ অন্যরা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যম পড়ে ও দেখে জানা গেছে, একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে সকল বিদ্যালয়কে হাইকোর্ট ২০ জানুয়ারির মধ্যে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত বগুড়ার অধিকাংশ বিদ্যালয় পরীক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করা অতিরিক্ত ফি ফেরত দেওয়ার বিষয়ে কোনো রকম উদ্দ্যোগ গ্রহণ করেনি।
তাই আদালতের নির্দেশনা মেনে দ্রুত অতিরিক্ত ফি ফেরত দিতে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করেন বক্তারা। অন্যাথায় ভূক্তভোগী শিক্ষার্থীদের নিয়ে তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রফ্রন্ট।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫