ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতাল-অবরোধের প্রতিবাদে বগুড়ায় পেশাজীবীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জানুয়ারি ২০, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে বগুড়ায় পেশাজীবীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সারাদেশে হরতাল-অবরোধের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়।



মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জী, ডা. জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নাসহ বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতারা বলেন, ইস্যুবিহীন হরতাল-অবরোধ করে বিএনপি-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টি  করার অপচেষ্টা করছে। কিন্তু দেশবাসী এখন সজাগ। ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণ কখনোই পছন্দ করে না, মেনেও নেবে না। মানুষ পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন সুষ্ঠু ধারার রাজনীতি। যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে।     

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।