ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষই কমপক্ষে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগ নেতা শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী প্রমুখ।
বিকেলে সম্মেলনস্থলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিশালের সাবেক সংসদ সদস্য রেজা আলী পক্ষের নেতাকর্মীদের সঙ্গে ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম.আনিসুজ্জামান পক্ষের নেতাকর্মীদের উত্তেজনা তৈরি হয়। এ সময় দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া বাধে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষ ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সূত্র জানায়, সম্মেলনে কাউন্সিলারদের ভোটে পূর্ণ প্যানেলে জয়ী হন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামানের প্যানেল। এ প্যানেলে আব্দুল আজিজ ৮২ ভোট পেয়ে সভাপতি ও হুমায়ুন কবির ৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক সাংসদ রেজা আলী পক্ষের সভাপতি প্রার্থী ওবায়দুল হক লিটন ১ ভোট পান।
বিকেল ৫ টার দিকে ত্রিশাল উপজেলা আ’লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এবিএম.আনিসুজ্জামান অভিযোগ করেন, রেজা আলীর লোকজন ককটেলবাজি করে সম্মেলন পণ্ড করতে চেয়েছিল। কিন্তু দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করে সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন করেছে। এ বিজয় দলীয় নেতাকর্মীদের ঐক্যের বিজয়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫