ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে থামার পরামর্শ তারানা হালিমের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বিএনপিকে থামার পরামর্শ তারানা হালিমের অ্যাডভোকেট তারানা হালিম

সংসদ ভবন থেকে: বিএনপিকে থামার পরামর্শ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ পরামর্শ দেন।



তারানা হালিম বলেন, বিএনপিকে থামতে জানতে হবে। জীবনে থামতে জানতে হয়। আর কতটুকু অশান্তি হলে, আর কত মায়ের শিশু পুড়ে মরলে শান্তিপূর্ণ অবরোধ অশান্ত হবে!

নিজের চেহারায় নিজেকে দেখুন, আপনি খুনি, ঘাতক। সাম্প্রতিক অবরোধ-সহিংসতায় আগুনে পুড়ে যাওয়া মানুষের কষ্টের কথা তুলে ধরে উদাহরণ দেন তিনি।

সহিংস অবরোধে সরকার ও জনগণকে নিরপেক্ষ না থাকার আহ্বান জানিয়ে তারানা হালিম বলেন, অনেক সময় নিরপেক্ষ থাকাটাও অনৈতিক। জঙ্গিবাদ আর প্রগতির কথা যখন আসে, শান্তি ও সহিংসতার পক্ষের কথা আসে, তখন নিরপেক্ষ থাকা যায় না। যখন ধ্বংস ও শান্তির পক্ষ আসে তখন নিরপেক্ষ থাকা যায় না। শান্তির পক্ষ নিতে হয়।

তারানা হালিম বলেন, অগ্নিদগ্ধ মানুষের যে কী কষ্ট, তা খালেদা জিয়া বুঝবেন না। তিনি রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এভাবে নেতা হওয়া যায় না। তিনি জনগণকে জিম্মি করে মুক্তিপণ আদায় করতে চাইছেন, দাবি আদায় করতে চাচ্ছেন।

অবরোধ শান্তিপূর্ণ নয় মন্তব্য করে তারানা হালিম বলেন, খালেদা জিয়ার শান্তিপূর্ণ কিছু নমুনা তুলে ধরছি, এ পর্যন্ত অবরোধ-হরতালে ৫৩০টি গাড়িতে আগুন লাগানো হয়েছে।

তিনি বিএনপি ও জামায়াতের কর্মীদের দুর্বৃত্ত উল্লেখ করেন পয়েন্ট অব অর্ডারে।


বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।