ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

ফের পাকিস্তান জামায়াতের ওয়েবসাইট হ্যাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২২, জানুয়ারি ২১, ২০১৫
ফের পাকিস্তান জামায়াতের ওয়েবসাইট হ্যাক

ঢাকা: আবারো পাকিস্তান জামায়াতের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার-৭১।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলের দিকে সংগঠনটির পাকিস্তান শাখার ওয়েবসাইটটি হ্যাক করা হয়।



এরপর সাইবার-৭১ তাদের অফিসিয়াল সাইটে জানায়, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য সতর্ক করে পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

তারা আরও জানায়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা উত্তাল হলেও পাকিস্তানের থেকে অনেক ভালো। তাই নিজের চরকায় তেল না দিয়ে বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই।

গত বছরের ১১ মে বাংলাদেশিদের হুমকি দেবার পরিপ্রেক্ষিতে এ ওয়েবসাইটটি হ্যাক করেছিল সাইবার-৭১।

এর আগে, বিজেপি প্রধান নরেন্দ্র মোদীর নির্বাচনী ওয়েবসাইট টিমমোদী.ইন হ্যাক করে আলোচনায় আসে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার-৭১।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।