ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় নিরুত্তাপ হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খুলনায় নিরুত্তাপ হরতাল চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: অবরোধ কর্মসূচির পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে নিরুত্তাপভাবে।

বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও ২০ দলের নেতাকর্মীদের মিছিল কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।



ঘনকুয়াশা আর শীতের প্রকোপে ভোর থেকেই রাস্তায় মানুষ ও যানবাহনের পরিমাণ কম। শিডিউল বিপর্যয়ের মধ্যে চলছে রেল ও লঞ্চ। তবে দুর পাল্লার যানবাহন ছাড়তে দেখা যায়নি।

এদিকে হরতালে নাশকতা মোকাবেলায় নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সারা দেশে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ঢাকা ও খুলনা বিভাগে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ হরতাল পালিত হবে।

বাংলাদেশ সময় : ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।