ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় ককটেল বিস্ফোরণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, জানুয়ারি ২১, ২০১৫
খুলনায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাটারিচালিত ৫টি ইজিবাইক ভাঙচুর করেছে ছাত্রদল। এ সময় পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে নগরীর মৌলভীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে পুলিশ দু‘টি টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শোভন সরকার নামে বাগেরহাট সরকারি পিসি কলেজের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, চলমান হরতাল অবরোধের সমর্থনে ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি মৌলভীপাড়ার মোড়ে এলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৫টি ইজিবাইক ভাঙচুর করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দুটি টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময় : ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।