ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কোকোর জানাযা বায়তুল মোকাররমে মঙ্গলবার বিকেলে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জানুয়ারি ২৬, ২০১৫
কোকোর জানাযা বায়তুল মোকাররমে মঙ্গলবার বিকেলে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অকার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাযা মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একই দিন সকালে এই জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।



কিন্তু সোমবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়।  

সর্বসাধারণের সুবিধার্থে এই পরিবর্তন আনা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, জানাযা শেষে কোকোকে বনানিস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাযা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

** ক্রিকেট স্টেডিয়ামে কোকোর জানাজার আয়োজন করতে চান সংগঠকরা
** জাতীয় মসজিদে কোকোর জানাযা হোক, প্রত্যাশা খালেদার
** মঙ্গলবার ঢাকা পৌঁছাবে কোকোর মরদেহ
** জানাজা শেষে ফের হিমঘরে কোকোর লাশ

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।