রাজশাহী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরসহ ২০ দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল রাজশাহী মহানগর ও জেলাসহ পুরো বিভাগেই পালন করা হবে।
প্রতিটি জেলা উপজেলায় ২৪ ঘণ্টার এ হরতাল পালনের জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা বিএনপির সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা হারুন-অর-রশীদ।
এরআগে, গত ১৯ জানুয়ারি বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে ২৪ ঘণ্টার হরতাল পালন হয়।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
** বুধবার রাজশাহী জেলায় জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল