ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলার নির্দেশদাতাদের গণপিটুনি দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
হামলার নির্দেশদাতাদের গণপিটুনি দিতে হবে ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু পেট্রোল বোমা হামলাকারীদের গণপিটুনি নয়, যারা এর নির্দেশ দিচ্ছেন, তাদেরও গণপিটুনি দিতে হবে। তাহলেই ককটেল ও পেট্রোল বোমা মারা বন্ধ হবে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, এমপি।



সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। তারা তাতে সাড়া দেননি। বাংলাদেশের সংস্কৃতিতে এ ধরনের শিষ্টাচার বিবর্জিত ঘটনা এর আগে ঘটেনি।

এ সময় তিনি খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চেয়ে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহসম্পাদক গোলাম সারোয়ার কবির, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. কামরুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আক্তারুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।