ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই ময়মনসিংহে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
হরতালের প্রভাব নেই ময়মনসিংহে

ময়মনসিংহ: ২০দলীয় জোটের ডাকা হরতালে দ্বিতীয় দিনে ময়মনসিংহে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই শহরের পরিস্থিতি ছিলো স্বাভাবিক।



সকালে শহরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে বিএনপি নেতারা অবস্থান নেন।

তবে শহরের কোথাও বিএনপি বা জোটের কোনো নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। নাশকতা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ-ঢাকা রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। বিচ্ছিন্নভাবে দূরপাল্লার যান চলাচল করছে ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন মহাসড়কে।
শহরের দোকান-পাট, অফিস-আদালতের কার্যক্রমও স্বাভাবিকভাবেই চলতে দেখা যায়।

দলীয় সূত্র জানায়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলমসহ শীর্ষ নেতারা সোমবার সকাল থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নেন।

সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার মুখে সেখানেই তারা সমাবেশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।