সিলেট: সিলেটে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টায় নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটায় করিম উল্লাহ মার্কেটের সামনে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী পথসভা করে। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যডভোকেট সামসুজ্জামান জামান, স্বেচ্ছাসেবকদল নেতা আজমল হোসেন রায়হান, আব্দুস শহিদ প্রমুখ।
পথসভা শেষে নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল নিয়ে ধোপাদিঘীর পাড় এলাকায় পৌঁছামাত্র পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে নেতাকর্মীরা পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলে ধাওয়া করলে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে কাউকে আটক করা যায়নি।
টানা অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সিলেটে এ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি, ২০১৫