ঢাকা: দেশব্যাপী জামায়াত-শিবির জোটের জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যার প্রতিবাদে শাহবাগে গণ অবস্থান ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার(২৭ জানুয়ারি’২০১৫) বিকেল ৩টা থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান নেবে এবং সমাবেশ করবে।
সোমবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলানিউজকে মোবাইল ফোনে এ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান।
বাংলানিউজকে তিনি বলেন, রাজনীতির নামে দেশব্যাপী মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত-শিবির জোট ধারাবাহিকভাবে জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসংগঠনসমূহ প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। কিন্তু মঙ্গলবারের প্রতিবাদ হবে সম্মিলিত। কমপক্ষে ১০০ সংগঠন নিজেদের ব্যানারে যোগ দেবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, দেশব্যাপী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত-শিবির জোটের ধারাবাহিক জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যার অমানবিক কর্মকাণ্ড বন্ধ এবং নিরাপদ নাগরিক জীবনের নিশ্চয়তা বিধানের দাবীতে গণজাগরণ মঞ্চ আগামীকাল ২৭ জানুয়ারি ২০১৫ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সারাদেশে ‘সন্ত্রাস বিরোধী গণ অবস্থান ও সমাবেশ’-এর কর্মসূচি ঘোষণা করেছে। ওই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সন্ত্রাস বিরোধী গণ অবস্থান ও সমাবেশ করা হবে।
এরইমধ্যে গণজাগরণ মঞ্চ শাহবাগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশসহ সন্ত্রাস বিরোধী আলোর মিছিল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমার আঘাতে দগ্ধ চিকিৎসারত মানুষ ও তাদের স্বজনদের সাথে সংহতি প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকার কর্মসূচি নিয়ে তিনি বলেন, শাহবাগে আয়োজিত কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসংগঠন ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসহ অন্যান্য ছাত্র, যুব, নারী, শ্রমিক ও পেশাজীবী সংগঠনসমূহের অংশগ্রহণে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত সন্ত্রাস বিরোধী প্রতিবাদী ক্যানভাস গড়ে তোলা হবে, সেখানে সংগঠনসমূহ স্ব-স্ব ব্যানারে ধারাবাহিক জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হবে। এরইমধ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল প্রায় শতাধিক সংগঠন এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ কর্মসূচিতে যোগদানের সম্মতি জ্ঞাপন করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫