ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মাগুরায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় মোটরসাইকেলে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার দুপুরে ছাত্রলীগ শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল চড়ে হরতালবিরোধী মিছিল বের করে।

এরপর তারা চৌরঙ্গীর মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা ও জুয়েল হোসেন প্রমুখ।    

বক্তারা এ হরতালকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে এটি প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। এদিকে হরতালে জেলার অভ্যন্তরে সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বিভিন্ন জেলার সঙ্গেও সীমিত পরিসরে যানবাহন চলাচল করেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। হরতালের পক্ষে কোনো প্রকার পিকেটিং দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।