ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার পুত্রশোক নয়, রাজনীতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
খালেদার পুত্রশোক নয়, রাজনীতির শোক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এতো মানুষ দগ্ধ হওয়ার পরও খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ পোড়ানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার ছোট ছেলের মৃত্যুর সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তনা জানাতে গিয়েছিলেন।

একজন মা হিসেবে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার মন গলেনি। পেট্রোল বোমায় দগ্ধদের জন্য ওনার শোক হয় না। তাই খালেদার ছেলের জন্য যে শোক, সেটিও লোক দেখানো।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশে এর আগেও আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় তখন অবরোধ প্রত্যাহার করা হতো। কিন্ত এবার খালেদা গোঁ ধরে বসে আছেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া পুত্রশোকে নয়, রাজনীতির শোকে বিহ্বল। তবে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে পারবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।